মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে কাজ করছে সেনাবাহিনী’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:৩২ পিএম

দেশের স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনও আপস নয় বলে জানিয়েছে সেনা সদরদপ্তর। সোমবার সেনাবাহিনীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, সরকারের সাথে সেনাবাহিনীর কোন বিরোধ নেই। সরকারের নির্দেশনা মোতাবেক দেশের স্বার্থে কাজ করছে সেনাবাহিনী। পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ইউনিফর্ম বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে সোমবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর দপ্তর। আইনশৃঙ্খলা মোকাবেলায় মাদক, অস্ত্র চাদাবাজি বন্ধে নানা পদক্ষেপ তুলে ধরেন কর্ণেল শফিকুল ইসলাম। এসময় কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বিঘিœত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে করিডরের প্রশ্নে সেনা সদরের মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, এটি একটি স্পর্শকাতর বিষয়। দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে উল্লেখ করে তিনি বলেন দেশের স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ধরনের আপস নয়।

পার্বত্য অঞ্চলের কেএনএফের জন্য তৈরি ৩০ হাজার ইউনিফর্ম উদ্ধারের বিষয়ে তিনি বলেন, নেপথ্যে কী আছে, সবগুলো সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। বলেন সরকারের সাথে কোন বিভেদ নেই সেনাবাহিনীর। ভারত থেকে সীমান্ত দিয়ে নাগরিকদের ‘পুশইন’ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, প্রয়োজনে সরকারের নির্দেশনা পেলে এই বিষয়ে সেনাবাহিনীও কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে