মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সুন্দরবনে বিলুপ্তপ্রায় কচ্ছপের ৬৫টি নতুন প্রাণ

খুলনা ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৪:৪৩ পিএম
বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের ৬৫টি বাচ্চা ফুটেছে
বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের ৬৫টি বাচ্চা ফুটেছে

সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের ৬৫টি বাচ্চা ফুটেছে। ২০১৭ সাল থেকে মহাবিপন্ন এই বাসকা কচ্ছপের প্রজনন ঘটানো হচ্ছে এই কেন্দ্রে। এর মধ্য দিয়ে মহাবিপন্ন এই প্রাণীটি আবার প্রকৃতিতে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

একসময় সুন্দরবনে প্রায় ২৬টি প্রজাতির কচ্ছপ পাওয়া যেত। এর মধ্যে বাটাগুর বাসকার প্রজাতির কচ্ছপ মহাবিপন্ন। ২০০০ সাল থেকে গবেষকরা ধারণা করে আসছেন, প্রাকৃতিক পরিবেশে বাটাগুর বাসকার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। পরবর্তীতে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে এই প্রজাতির কচ্ছপের প্রজনন ঘটানো হয়।

২০১৪ সালে আটটি বাটাগুর বাসকা, তাদের জন্ম দেয়া ৯৪টি বাচ্চাসহ করমজল প্রজননকেন্দ্রে নিয়ে আসা হয়। ২০১৭ সাল থেকে ডিম দিতে শুরু করে মহাবিপন্ন বাসকা কচ্ছপগুলো। এ পর্যন্ত করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৫২১টি ডিম থেকে ৪৭৫টি বাচ্চা ফুটাতে সক্ষম হয় বাটাগুর কচ্ছপ। এবছরও মহাবিপন্ন এই প্রজাতির একটি কচ্ছপ ৮২টি ডিম থেকে ৬৫টি বাচ্চার জন্ম দিয়েছে।

বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাচ্চাগুলোকে নিবিড়ভাবে লালন-পালন ও প্রজননের চেষ্টা করেন। এর মধ্য দিয়ে নতুন করে আবারও প্রকৃতিতে এ প্রজাতির কচ্ছপ পাওয়া যাচ্ছে।

বর্তমানে সুন্দরবনের করমজল কেন্দ্রেটিতে এই প্রজাতির ছোট-বড় মিলিয়ে ৩৮৭টি কচ্ছপ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে