
		সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (০৩ জুন) বিকেলে অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা স্মারকলিপি দিতে গেলে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, তাদের দাবি ও আপত্তিগুলো শোনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। সর্বোচ্চ মানবিক দিক থেকে আন্দোলনরতদের অসুবিধার বিষয়গুলো বিবেচনার বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান আসিফ নজরুল।
মন্তব্য করুন