
		আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীরা মূল বেতনের ওপর দশ থেকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন। মঙ্গলবার (০৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, বেতন গ্রেড- ১ থেকে গ্রেড- ৯ পর্যন্ত চাকুরেরা মূল বেতনের ওপর ১০ শতাংশ ‘বিশেষ সুবিধা’ পাবেন। আর গ্রেড- ১০ থেকে গ্রেড- ২০ পর্যন্ত চাকুরেরা ‘বিশেষ সুবিধা’ পাবেন ১৫ শতাংশ হারে। কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’র ন্যূনতম পরিমাণ একহাজার টাকা, আর পেনশনভোগীরা ন্যূনতম পাঁচ’শ টাকা পাবেন। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে। অবসর গ্রহণকারীদের মধ্যে যারা ১০০ শতাংশ পেনশন বা সম্পূর্ণ অংশ সম্পন্ন করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এ ছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন না।
মন্তব্য করুন