
		ঈদের ছুটি শুরু হওয়ায় মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে আশেকপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। মোটরসাইকেল ও যানবাহনের চাপে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায়। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ঈদযাত্রায় দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। সাভারের ঢাকা-আরিচা ও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ধীরগতিতে চলছে গাড়ি। তবে এখন পর্যন্ত যানজট নেই। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব প্রান্ত থেকে আশেকপুর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো যাত্রীরা। আটকা পড়েছে পশুবাহী শতাধিক গাড়ি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় থেমে থেমে যানবাহন চলছে। পোশাক কারখানায় ছুটি হওয়ার পর বিকেলে যানবাহনের চাপ বাড়তে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে যানবাহনের চাপ। সাথে রয়েছে পন্যবাহী ও পশুবাহী ট্রাক। এদিকে, মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় বৃহস্পতিবার ভোর থেকে স্বাভাবিক সময়ের চেয়ে অধিক যানবাহন অপেক্ষমাণ দেখা গেছে। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারিতে দেখা দিয়েছে দীর্ঘ জট।
মন্তব্য করুন