
		শেষ সময়ে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। সকাল থেকেই পশু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা। দুপুর গড়াতেই সেই ভিড় আরও বাড়ছে। মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন পাইকারারা। পশুর দাম নিয়ে বিক্রেতাদের কিছুটা অসন্তোষ আছে। আর ক্রেতারা বাজেটের মধ্যে পছন্দের গরু কিনতে ছুটছেন এক হাট থেকে আরেক হাটে। ঈদুল আজহার মাত্র দুইদিন বাকি। এরই মধ্যেই কোরবানির পশু কেনা চাই। যে কারণেই রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতার উপস্থিতিও গেল দিনগুলোর চাইতে বেশি। পছন্দের পশু কিনতে ক্রেতারা ছুটছেন এ হাট থেকে ও হাটে। হাটে নানা দামের ছোট বড় পর্যাপ্ত গরু এসেছে। তবে চাহিদা বেশি মাঝারি আকারের গরুর বিক্রিও হচ্ছে বেশ। ব্যাপারীরা বলছেন, এবারে ক্রেতা কম বিক্রিও হচ্ছে কম, তাই সীমিত লাভে লাভেই বিক্রি করতে হচ্ছে পশু। এদিকে গাবতলী পশুর হাট পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাজধানীর পশুর হাট গুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কথা বলেন পশুর দাম নিয়েও। পশুর হাটে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মন্তব্য করুন