
		বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আমজনগণ পার্টি। বৃহস্পতিবার সকালে ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর স্যার সলিমুলাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে শোভাযাত্রা ও গাছ রোপণ করে পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আমজনগণ পার্টি। বৃহস্পতিবার সকালে রাজধানীর স্যার সলিমুলাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে শোভাযাত্রা ও গাছ রোপণ করে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সারাদেশের ন্যায় দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। ঐতিহাসিক খানজাহান আলী মাজার এলাকায় একাধিক জায়গায় বিভিন্ন ধরনের বৃক্ষরোপন করা হয়।
এদিকে, সিরাজগঞ্জে বাংলাদেশ আমজনগণ পার্টির পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে জেলা কমিটি। বৃহস্পতিবার বিকালে শহরের মালশাপাড়া এলাকায় দলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাকে বৃক্ষরোপণ করা হবে বলেও জানান নেতাকর্মীরা।
মন্তব্য করুন