
		মাদারীপুরের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম সেনাপতির দীঘি। ১৬৬৫ সালে শায়েস্তা খাঁর বড় ছেলে উমেদ খাঁ দীঘিটি খনন করেন। এই জলাশয় ঘিরে রয়েছে নানা কাহিনী।
মুঘল আমলে শায়েস্তা খানের বড় ছেলে উমেদ খান চট্টগ্রাম জয়ের পর বরিশাল ও পটুয়াখালীতে মগ সৈন্যদের বিরুদ্ধে অভিযান চালান। ফেরার পথে সৈন্যদের নিয়ে মাদারীপুরের কালকিনির খাতিয়ালে বিশ্রাম নেন। সেখানে তাদের সুপেয় পানির সমস্যা হলে এই দীঘি খনন করা হয়।
সেনাপতির দীঘি নামে পরিচিত এই জলাশয়ের আয়তন প্রায় ১৫ একর। এই জলধার ঘিরে রয়েছে নানা কাহিনী।দীঘিটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসেন পর্যটকরা।
প্রায় সাড়ে ৩শ’বছর ধরে কালের সাক্ষী এই সেনাপতির দীঘি সংরক্ষণের দাবি এলাকাবাসীর।
মন্তব্য করুন