
		বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জাতির কঠিন সময়ে সংগঠনকে সুসংগঠিত করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মহানায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। শনিবার (১৪ জুন) চট্টগ্রামের হালিশহর জেপি কনভেনশন হলে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। পাহাড়তলী ও হালিশহর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রফিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন তারেক রহমান। বাংলাদেশে আর কখনো যাতে কোন ফ্যাসিস্ট ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। গণতান্ত্রিক প্রক্রিয়াক এগিয়ে নিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এসময় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন