
		চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরু অঞ্চলের ফল সাম্মাম। মাটির উপযোগিতা থাকায় এই অঞ্চলে এই ফলের চাষ হচ্ছে বেশি। ইন্টারনেটে সাম্মাম চাষের ভিডিও দেখে এবং জেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় সাম্মাম ফলের চাষ শুরু করেন চাঁপাইনবাবগঞ্জের ৫ কৃষক। জেলা শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে ভোলাহাট উপজেলায় এই ফলের চাষ করেন তারা।
ফলটি মরু অঞ্চলে চাষ হলেও ভোলাহাটে মাটির উপযোগিতা থাকায় দেশের মাটিতেই চাষ করে বাজিমাত করেছেন কৃষকরা। ১৫বিঘা জমিতে সাম্মাম চাষ করে বাজার মূল্য পাওয়ায় লাভের আশা করছেন কৃষকরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ইয়াসিন আলী জানান, কেউ যদি এই ফল চাষ করার আগ্রহ প্রকাশ করে তাকে সকল ধরনের সহযোগীতা করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদনের জন্য বিখ্যাত হলেও মরুভূমির ফল সাম্মাম জেলার কৃষকদের মাঝে সারা ফেলেছে। দেখতে সুন্দর এবং এর চাহিদা বেশি থাকায় এই ফল চাষের আগ্রহ বাড়ছে জেলার কৃষদের মাঝে।
মন্তব্য করুন