
		প্রথমবারের মতো দুর্নীতির মামলার আসামী হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আড়াইশ’ কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকে কারসাজি করে আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সাথে আসামীর তালিকায় রয়েছেন আরও ১৪ জন। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত, সময়ের ব্যবধানে তিনি হলেন দুর্নীতি মামলার আসামি। ৫ আগস্ট পটপরিবর্তনের পর মগুরা-১ আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। প্রায় ৪ মাসের অনুসন্ধান শেষে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগিদের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্য পায় দুদক। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এদিকে, বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমসহ সাবেক ৯ কর্মকর্তাকে ২২ ও ২৩ জুন তলব করেছে দুদক।
মন্তব্য করুন