
		ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার (তোসোরা জুলাই) সন্ধ্যায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহারের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ‘ইডেন কলেজ সাংবাদিক সমিতি’ বর্তমানে পুনর্গঠন ও গঠনতন্ত্র অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির সকল কার্যক্রম স্থগিত থাকবে। এছাড়া নোটিশে আরও উল্লেখ করা হয়, কলেজের নাম ব্যবহার করে সাংবাদিক সমিতির যে কোন কার্যক্রম পরিচালনা আপাতত বন্ধ থাকবে এবং এই সিদ্ধান্ত কলেজের সকল বিভাগীয় প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে কলেজ প্রশাসনের এমন সিদ্ধান্ত নেয়ার আগে কোন আলোচনা করেনি বলে জানান ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতি আক্তার।
মন্তব্য করুন