
		বাগেরহাট সদর উপজেলার লাউপালা গ্রামে চলছে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ও মেলা। অর্ধমাসব্যাপী উৎসবে নেমেছে হাজারো পুণ্যার্থীর ঢল। এই মেলা উৎসবকে সম্প্রীতির বন্ধন হিসাবে দেখছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বাগেরহাট সদর উপজেলার লাউপালা গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে লাউপালা গ্রামে বসেছে অর্ধমাসব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ মেলাও।
মেলায় হস্তশিল্প, মৃৎশিল্প, খেলনা, শিশুদের বিনোদন সরঞ্জাম, মিষ্টান্নসহ নানা পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। ছোট-বড় সবার পদচারণায় উৎসবমুখর পুরো এলাকা। আয়োজকরা জানান, পুরো উৎসবজুড়ে থাকবে ধর্মীয় আলোচনা, ভক্তদের জন্য প্রসাদ বিতরণ এবং নিরাপত্তার জন্য সার্বক্ষণিক ব্যবস্থা।
সম্প্রীতির এই নিদর্শন যুগ যুগ ধরে টিকে থাকবে মানুষের মাঝে, এমন প্রত্যাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. মোস্তাফিজুর রহমান।
২৭ জুন শুরু হওয়া এ উৎসব আগামী ১২ জুলাই ‘উল্টো রথযাত্রার’ মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
মন্তব্য করুন