
		বাংলাদেশ পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) পদের ১১০ কর্মকর্তাকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখা থেকে এ বিষয়ে পৃথক ৩টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা পৃথক ওই প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৬০ জন।
এছাড়াও সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৫ জন এবং ৫ জন পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন।
মন্তব্য করুন