
		চট্টগ্রামে ঘরে ঘরে বেড়েছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও সাধারণ ফ্লু ভাইরাসের প্রকোপ বৃদ্ধিতে হাসপাতালে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে কমেছে করোনা রোগী। স্বাস্থ্যবিধি মেনে এসব ভাইরাসজনিত প্রতিরোধে মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
চট্টগ্রামে বেড়েছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। প্রায় প্রতিটি ঘরে রয়েছে জ্বরের রোগী। পরিবারের সদস্যদের মধ্যে একজন সেরে উঠছেন তো, আরেকজন আক্রান্ত হচ্ছেন। অনেকের জ্বরের পাশাপাশি সর্দি, কাশি ও তীব্র শরীর ব্যথাও রয়েছে।
চিকিৎসকরা বলছেন, চট্টগ্রামে বর্তমানে ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা এবং সাধারণ ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। এক সময় কেবল শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, এখন গ্রামেগঞ্জেও ছড়িয়েছে ডেঙ্গুর বিস্তৃতি।
যে কোন পরিস্থিতি মোকাবেলার পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ।
এদিকে, চিকিৎসকের পরামর্শের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ আবদুর রব। চলতি বছর জেলায় মোট ৬০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৩৩২ জনই বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মন্তব্য করুন