
		জুলাই সনদের খমড়া রাজনীতিবিদদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঐক্যমতের খসড়া আজ বা কাল পৌঁছে দেওয়া হবে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকের আলোচনার বিষয় তত্ত্বাবধায়ক সরকার (বিষয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব-সর্বশেষ আলোচনার পর), সংসদে নারী প্রতিনিধিত্ব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত। এছাড়াও অমীংসীত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।
অধ্যাপক আলী রীয়াজ জানান, খসড়া নিয়ে মতামত ৩০ জুলাইয়ের মধ্যে দেবেন রাজনীতিবিদরা। যেসব বিষয়ে একমত হবে ৩১ জুলাইয়ের মধ্যে তার চূড়ান্ত রূপ দিতে হবে। আশা করি, আমরা এরই মধ্যে একটি সমঝোতায় পৌঁছতে পারবো।
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে কমিশনের সদস্য হিসেবে রয়েছেন– বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
মন্তব্য করুন