মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

"তারেক রহমানকে রাজনৈতিকভাবে  মোকাবেলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই "

চট্টগ্রাম সংবাদাতা
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫১ এএম
"তারেক রহমানকে রাজনৈতিকভাবে  মোকাবেলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই "

বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারেক রহমান এমন এক আদর্শিক নেতা যার চিন্তা চেতনায়, মনও মননে শুধু বাংলাদেশ। তাঁর মতো একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক আদর্শিক নেতৃত্বকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই।

শনিবার বিকেলে হাটহাজারীস্থ ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার হেলাল বলেন, একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়। বাংলাদেশের সকল ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ। শহীদ জিয়ার নীতি আদর্শ অনুসরণ করে আগামীদিনের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গে পরিণত হবে। এসময় আগামী নির্বাচনে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। জনসভায় আরও বক্তব্য রাখেন ১১ নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাইফুল উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ। এছাড়াও ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মিন্টু চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইশা শফি ও ১নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী মঞ্জুর যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি এর নেতাকর্মীরা। সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল তিন ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে নুতন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন স্থানীয় সর্বস্তরের জনগণের মাঝে সদস্য ফরম বিতরণ ও পূরণের মধ্য দিয়ে উক্ত তিন ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে। উল্লেখ্য কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন, ১১ নং ফতেহপুর ইউনিয়ন ১২ নং চিকনদন্ডি ইউনিয়ন ও ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে