
		আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও গবেষক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. শমসের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
আজ (৩রা আগষ্ট) বাদ জোহর ধানমন্ডি ৭ নম্বর রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলরও ছিলেন। এছাড়াও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন অধ্যাপক শমসের আলী। তিনি অসংখ্য গ্রন্থের লেখক হিসেবে সুপরিচিত ছিলেন।
মন্তব্য করুন