মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম সমিতির সম্মাননা অনুষ্ঠান বন্ধে বাধা, সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:৩৬ পিএম

‘জুলাই বিপ্লবের’ শহীদ ও আহত পরিবারদের সম্মাননা অনুষ্ঠান বন্ধে পুলিশি বাধা ও প্রশাসনিক হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঐতিহ্যবাহী সমাজসেবামূলক সংগঠন চট্টগ্রাম সমিতি, ঢাকা।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ অভিযোগ তোলেন। সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক এম এ হাশেম রাজু এবং বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, যিনি বর্তমানে দেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সমিতিকে দীর্ঘ ১৭ বছর ধরে একটি স্বৈরাচারপন্থী ও দুর্নীতিবাজ চক্র দখল করে রেখেছিল। এদের মধ্যে চিটাগাং বিল্ডার্সের মালিক কামাল, জামাল, নাসির এবং রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিকের নাম উল্লেখ করে বলা হয়, তাঁরা এস আলম গ্রুপের আর্থিক সহায়তায় সমিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে হাজার কোটি টাকার অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হলেও চট্টগ্রাম সমিতি ছিল দখলদারদের নিয়ন্ত্রণে। পরে ২০২৫ সালের ১২ এপ্রিল সমিতির প্রকৃত জীবন সদস্যরা জরুরি সাধারণ সভার মাধ্যমে একটি নতুন এডহক কমিটি গঠন করেন।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই দখলদার গোষ্ঠী সমিতির ভবনে হামলা চালায়। থানায় অভিযোগ করলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, বরং উল্টো নতুন নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ জুলাই ২০২৫ “জুলাই বিপ্লবের” শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত দোয়া ও সম্মাননা অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়। এতে শহীদ পরিবারের সদস্য ও আহতরা দীর্ঘ সময় সমিতির নিচে রাস্তায় অপেক্ষা করলেও প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ঘটনাকে “জুলাই বিপ্লবের আত্মত্যাগের প্রতি চরম অসম্মান ও বিশ্বাসঘাতকতা” হিসেবে আখ্যায়িত করে বক্তারা শাহবাগ থানার ওসিকে প্রত্যাহার এবং দায়ীদের শাস্তি দাবি করেন।

চট্টগ্রাম সমিতিকে দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও স্বচ্ছ ব্যবস্থাপনায় পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা বলেন, জনগণের সমর্থন ও সদস্যদের ঐক্যের মাধ্যমেই সমিতিকে পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে