
		রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুরে অনুষ্ঠানস্থলে ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হচ্ছিল। আয়োজকদের দাবি, গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের প্রস্তুতিকালে ছিলেন এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতীকীভাবে হেলিকপ্টার বেলুনটি উড়ানো হয়। গ্যাসভর্তি বেলুনটি বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তারা তাৎক্ষণিকভাবে এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।
মন্তব্য করুন