
		নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ। তিনি বলেন, বিএনপির প্রতিটি সদস্য গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখবে। সোমবার (১১ আগস্ট) ড্যাবের কাউন্সিল এবং নির্বাচিত নতুন নেতাদের তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা তুমুল প্রতিযোগিতামূলক এই নির্বাচনে দুই পরিষদ অংশ নেয়। এর মধ্যে বিজয়ী পরিষদ ৫২ দশমিক ৮৮ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে। অন্যদিকে বিজিত প্যানেল পেয়েছে ৪৬ দশমিক ৯৪ শতাংশ ভোট। এটি প্রমাণ করে চিকিৎসক সমাজের একটি বড় অংশে বিজিতদেরও গ্রহণযোগ্যতা রয়েছে।
তিনি বিজয়ী পরিষদকে প্রাণঢালা শুভেচ্ছা জানান এবং বিজিত পরিষদকেও নির্বাচনে অংশগ্রহণ ও সশৃঙ্খল আচরণের জন্য ধন্যবাদ দেন। আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যব্ধ হয়ে কাজ আহ্বান জানান ডা. রফিক।
মন্তব্য করুন