
		ফেনীতে দিনদিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই জেলার সবগুলো হাসপাতালে ডেঙ্গুর লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছে রোগী। পরিস্থিতি মোকাবেলায় চালু করা হয়েছে আলাদা ওয়ার্ড। তবে লোকবলের অভাবে পর্যাপ্ত সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। ফেনীতে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ৬ মাসে জেলার ৬টি উপজেলার সরকারী হাসপাতাল গুলোতে ডেঙ্গুর লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে অনেক রোগী। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। এদিকে, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড চালু থাকলেও, নানা সংকটের কারণে এসব পূর্ণাঙ্গভাবে চালু করা যাচ্ছে না। অন্যান্য রোগীদের একসাথে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এনিয়ে রোগীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। এ বিষয়ে জানতে চাইলে আধুনিক জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: কামরুজ্জামান জানান, জনবল সংকটে ডেঙ্গু ওয়ার্ডে আলাদা চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত সবাইকে একসাথে রাখা হয়েছে। ফেনী স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা: রুবায়েত হোসেন বলেন, বছরের এই সময়টাতে ডেঙ্গু রোগ বৃদ্ধি পায়। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে বলেন তিনি। ডেঙ্গুর লক্ষণ দেখা মাত্রই হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের।
মন্তব্য করুন