
		গুলশানে চাঁদাবাজির ঘটনায় নতুন মোড় নিয়েছে। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত জানে আলম অপু গ্রেফতারের আগে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে বক্তব্য দেন।
তবে অপুর স্ত্রী আনিসা বৃহস্পতিবার (১৪ আগস্ট) দাবি করেন, বিএনপি নেতা ইশরাক হোসেন নির্যাতনের মাধ্যমে সেই ভিডিও ধারণ করতে বাধ্য করেন।
গুলশানে সাবেক মহিলা এমপি শাম্মী আহমেদের বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার একটি ফুটেজ আলোড়ন তোলে গোটা দেশে। সেই ঘটনায় মামলা হলে ২ আগস্ট গ্রেফতার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এর আগে একই ঘটনায় গ্রেফতার করা হয় মোট ৬ জনকে। গ্রেফতারের পর আসামিদের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এদিকে ১৩ আগস্ট রাতে অপুরই করা একটি ভিডিওতে ভিন্ন মাত্রা পায় চাঁদাবাজির ঘটনা। যা সামাজিক মাধ্যমে এরইমধ্যে ভাইরাল। সেই ভিডিওতে তিনি দাবি করেন, চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেন তিনি নিজেই। ৩৫ মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন, চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তবে ঘটনার মোড় ঘুরে যায় বৃহস্পতিবার সকালে অপুর স্ত্রী আনিসার বক্তব্যে। রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী দাবি করেন, অপুকে গ্রেফতারের আগের রাতে তাকে তুলে নেয় বিএনপির এক নেতা। সেই নেতার বাসায় রাখা হয় বলে জানান তিনি। সে সময় জোরপূর্বক তার ভিডিওটি রেকর্ড করা হয় বলেও দাবি অপুর স্ত্রীর।
অপুর স্ত্রী আরও জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অথবা নাহিদের নাম বলতে বাধ্য করেন বিএনপির ওই নেতা। এদিকে গুলশানের এ ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সরকারের স্বার্থেই চাঁদাবাজির ঘটনার অধিকতর তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। চাঁদাবাজির মামলায় অপুকে ৪ দিনের রিমান্ডে দেয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন অপু।
মন্তব্য করুন