
		জ্বর, শ্বাসনালীর প্রদাহে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার (২২ আগস্ট) বিকালে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। এসময় তিনি শিমুল বিশ্বাসকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন। আগামীকাল (২৩ আগস্ট) পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডা. রফিক। তিনি বলেন, বর্তমানে শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন। এর আগে, সোমবার (১৮ আগস্ট) পাবনায় সাংগঠনিক কর্মকান্ডের মধ্যে অসুস্থ হয়ে পড়েন শিমুল বিশ্বাস। পরে তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে চিকুনগুনিয়া ভাইরাসের জীবানু শনাক্ত করা হয়। তিনি জ্বর, শ্বাসনালীর প্রদাহ, কিডনির সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত।
মন্তব্য করুন