মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৫৯ এএম

যুগে যুগে মানুষকে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির অনুপ্রেরণা হিসেবে কাজ করছে তার কবিতা ও গান ।তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। দিবসটি পালনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ সকাল সাড়ে ৬টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে কবির কবরগাহে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। পরে উপাচার্য নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে কবির কবর প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় কোরানখানি অনুষ্ঠিত হবে।

জাতীয় কবির স্মরণে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। আজ বিকাল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির সচিব ড. সেলিম রেজা। নজরুলের মৌলচেতনা অদ্বৈতবাদী সমন্বয়ের শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল হক। আলোচনায় অংশ নেবেন নজরুল গবেষক ড. সৈয়দা মোতাহেরা বানু এবং কবি ও প্রাবন্ধিক কাজী নাসির মামুন। সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন আবৃত্তিশিল্পী টিটো মুন্সী। নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী ফেরদৌস আরা, শহীদ কবির পলাশ ও তানভীর আলম সজীব। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সকালে কবি নজরুলের কবরে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তার ডাকনাম ছিল দুখু মিয়া। মাত্র ২৩ বছরের সাহিত্য জীবনে নজরুল তার কবিতা, গান ও সাহিত্যকর্ম দিয়ে বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবি নজরুলকে সপরিবার বাংলাদেশে আনা হয়। সেই থেকে তিনি জনগণের কাছে সম্মানিত হয়ে আসছিলেন। তবে এতদিন সরকারিভাবে কবি নজরুলের জাতীয় কবির স্বীকৃতি ছিল না। গত বছরের গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় তাকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়। গত ২ জানুয়ারি সরকারের এই সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে