মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

খিলগাঁওয়ে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ, চিকিৎসক আটক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

রাজধানীর খিলগাঁওয়ে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে আনোয়ার হোসেন নামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খিলগাঁও রেলগেট ক্রসিংয়ের দক্ষিণ পাশে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক বিভাগের এক কনস্টেবল। এ সময় তিনি উত্তর দিক বন্ধের সিগন্যাল দিলে একটি প্রাইভেট কার সিগন্যালে আটকে পড়ে। একপর্যায়ে প্রাইভেট কার আরোহী সেই পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়।

এতে আরও বলা হয়, পরে বিকেল ৩টার দিকে ওই ব্যক্তিসহ আরও ৬ থেকে ৭টি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন রেলক্রসিং সিগন্যালে আসে। এ সময় দায়িত্বরত সেই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করে তারা। এ সময় কাছাকাছি থাকা বিট কর্মকর্তা তাকে উদ্ধারে এগিয়ে আসলে সেও মারধরের শিকার হয়। পরে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। এ সময় অন্যান্যরা দ্রুত সেখান থেকে সরে পড়েন।

গ্রেফতার আনোয়ারসহ দুইজন এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে দায়িত্ব পালনে বাধা, আহত করা, প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে