মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

নেপালে চলমান অস্থিরতার মধ্যে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ সব বাংলাদেশি নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা দেশে ফিরতে পারবেন। যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলে তাদের ফেরত আসা সম্ভব হবে।

আজ বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ভারত হয়ে ফেরত আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। তাই আমাদের অপেক্ষা করতে হবে।

অস্থিরতার মধ্যেও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বস্ত করে তৌহিদ হোসেন বলেন, রাজনৈতিক নেতাদের খুঁজতে গিয়ে আন্দোলনকারীরা যখন একটি হোটেল তল্লাশি করে, তখন বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল। কিন্তু তাদের বিরক্ত না করেই সরে যায়। আমাদের প্রতি কোনও নেতিবাচক মনোভাব নেই, তাই আমি কোনও সংকটের আশঙ্কা করছি না।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, আটকে পড়াদের সঙ্গে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। আমরা আশা করি সবাই নিরাপদে দেশে ফিরবেন, তবে এতে কিছুটা সময় লাগবে।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে শান্তিরক্ষী বাহিনীর প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, যদি জাতিসংঘ রাশিয়া-ইউক্রেন সীমান্তে একটি বাফার জোনে শান্তিরক্ষী পাঠানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাই এমন পরিস্থিতি হলে অবশ্যই অংশ নিতে চাই।

বাংলাদেশ-ভারতের মধ্যে পানিবণ্টন নিয়ে সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো কোনো আনুষ্ঠানিক আপডেট পাননি। তথ্য পেলেই আপনাদের জানাবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে