
		প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। এটি অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। কেউ যদি বানচালের চেষ্টা করে, তার কোনো সুযোগ নেই। বাংলাদেশে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রধান উপদেষ্টার কথায় এটি ফাউন্ডেশনাল ইলেকশন। যেটি সামনের নির্বাচনগুলোকে দিক-নির্দেশনা দেবে।
আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের মধ্য দিয়ে যাওয়া রেল সড়কের নির্মাণ কাজ দেখতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে বলে জানান তিনি।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে তিনি বলেন, নির্বাচন সবাই মিলে করে। পুলিশ তার কাজ করবে। জনগণও তার কাজ করবে। উৎসবমুখর পরিবেশ থাকলে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারবে না। আমরা আশা করছি, নির্বাচন ফ্রি, ফেয়ার এবং পিসফুল হবে। সেটি করতে যা যা করার সেটি এই অন্তর্বর্তী সরকার করবে। নির্বাচনকালে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতে সবাই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ৮ লক্ষ্যের ওপর পুলিশ, আনসার, বিজিবি এবং কোস্টগার্ড নিযুক্ত করা হবে। আশা করছি ভালো নির্বাচন হবে যেটি দেশগঠনে ভালো ভূমিকা রাখতে পারবে।
সকালে মাগুরার মাঝাইল গ্রামে কবি ফররুখ আহমদের বাড়িতে যান প্রেস সচিব। এ সময় কবি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। কবির জন্মভিটা অক্ষত রেখে রেল লাইনের কাজ বাস্তবায়ন করা হবে বলে তিনি কবি পরিবারকে প্রতিশ্রুতি দেন।
শফিকুল আলম বলেন, কবির বাড়ি আমাদের ঐতিহ্যের অংশ। এটিকে সুরক্ষা দিতে হবে। সে লক্ষ্যে কবির বাড়ির সীমানার অন্তত ১০ ফুট দূরে ওভারব্রিজের উপর দিয়ে রেল লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে কবির বাড়ি সুরক্ষিত থাকবে। এ
সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের মধুখালি থেকে মাগুরার সদর উপজেলার ঠাকুরবাড়ি পর্যন্ত ২৩.৯০ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক আসাদুল হক, মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরে শহরে সনাতন ধর্মের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রেস সচিব। আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন