
		জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জেটিও-তে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই।’ অভিযোগগুলোকে ‘ভুল তথ্য’ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বর্তমানে ভারতের বিশেষত্বগুলোর একটি হলো ভুয়া খবর।’
গণঅভ্যুত্থানের মুখে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন। এ বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, জনগণের অনুরোধের মুখে তিনি দায়িত্বগ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম যখন মানুষ আমাকে অন্তর্বর্তী প্রধান হিসেবে ঘোষণা করল। প্রথমে রাজি হইনি, কিন্তু তাদের ত্যাগ দেখে বলেছিলাম, যদি তোমরা এত কিছু ত্যাগ করতে পারো, তবে আমিও মত বদলাই।’
সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের বিলম্ব, রোহিঙ্গা সংকট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।
মন্তব্য করুন