
		যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নেভাতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে প্রায় এক হাজার আনসার সদস্য আগুন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়েছেন। এর মধ্যে আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে ১৭ জন সদস্য আহত হয়েছেন।
বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তীব্র ধোঁয়া এবং দাহ্য পদার্থের কারণে আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনী, নৌ বাহিনী, সেনাবাহিনী, সিভিল এভিয়েশন, পুলিশ, আনসার এবং বিভিন্ন সংস্থার সদস্যরা সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।
এদিকে আহত আনসার সদস্যদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাদের বেশিরভাগই শ্বাসকষ্ট ও পোড়া ধোঁয়ার কারণে আহত হয়েছেন।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
মন্তব্য করুন