
		দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। আজ বৈঠক করবে জামায়াত ও এনসিপির প্রতিনিধিদল। জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, বুধবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে।
অন্যদিকে এনসিপির পক্ষ থেকে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এতথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন