মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গাড়ির বদলে হেঁটেই গন্তব্যে ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১১:২৫ এএম

তীব্র যানজটের কারণে যথাসময়ে অনুষ্ঠানে পৌঁছাতে বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার রাজধানীর পানি ভবনে ‘ইউকে-বাংলাদেশ কোলাবোরেশন অন ইকোলজি-বেইসড অ্যাডাপটেশন অ্যান্ড হাইড্রোমেট সার্ভিসেস’ শীর্ষক একটি অনুষ্ঠান ছিল। সেখানে যোগ দিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান।

কিন্তু তীব্র যানজটের কারণে সামনে এগোতে পারছিল না তার গাড়ি। সেজন্য অনুষ্ঠানে যোগ দিতে তিনি পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন।

পরে এক্সপ্রেসওয়েতে হাঁটার একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশনে জেমস গোল্ডম্যান লিখেছেন, ‘ঢাকার ট্রাফিকও আজ বাংলাদেশ-যুক্তরাজ্যের অংশীদারিত্ব রুখতে পারবে না।’

গোল্ডম্যান এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে হাঁটার সময় বলেন, ‘আমরা যুক্তরাজ্য-বাংলাদেশের একটি জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যাচ্ছিলাম। কিছুটা ট্র্যাফিক ইস্যু হয়েছে আজ। তাই আমরা সমাধানে হাঁটার সিদ্ধান্ত নিলাম। আমি এক্সপ্রেসওয়ে দিয়ে হাঁটছি, পুরোটা তীব্র জ্যাম হয়ে আছে। কিন্তু কোনো কিছু অনুষ্ঠানে যেতে বাধা দিতে পারবে না।’

এর আগে, সোমবার (২৭ অক্টোবর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার পর যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্নিত হয়। তবে নাখালপাড়া ও মহাখালীর মাঝামাঝি স্থানে ঘটা এ দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে