
জাতীয়ি নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধার জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার নেতা কর্মীরা জেলা শহরের থানাপাড়ার এনসিপির অস্থায়ী জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জিম, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, অতনু সাহাসহ জেলা শাখার নেতাকর্মীরা।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, গত ৩ ডিসেম্বর এনসিপির যে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে, সেই কমিটির আহ্বায়ক খাদিমুল ইসলাম খুদি জাসদের কেন্দ্রীয় নেতা ও জাসদের প্রার্থী হিসেবে গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচন করেছিলেন। এছাড়াও ওই কমিটিতে একাধিক ফ্যাসিস্ট সদস্য রয়েছেন। দ্রুত ওই কমিটি বাতিল করে জুলাই আন্দোলনে অংশ নেয়া নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জিম জানান, দ্রুত এই কমিটি বাতিল ও কমিটির আহ্বায়ক খাদিমুল ইসলাম খুদিসহ ফ্যাসিস্টদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
মন্তব্য করুন