মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এএমডব্লিউসির নির্বাচনে সাংবাদিক হয়রানি : কমিশন সদস্যের দুঃখ প্রকাশ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নির্বাচন কমিশন সদস্য মো ফকরুল ইসলাম দুঃখ প্রকাশ করেছেন। ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি।

জানা যায় গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক নাইম আবদুল্লাহ ও বাংলা কণ্ঠের প্রধান সম্পাদক জাকির হোসাইনকে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করলেও, ভোট গণনার সময় তাদের একাধিকবার হয়রানির শিকার হতে হয়। গণনা পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হলেও পরবর্তীতে কমিশন হঠাৎ করে সাংবাদিকদের গণনা কক্ষ থেকে বের করে দেয়। পরে সভাপতির অনুরোধে তারা পুনরায় প্রবেশাধিকার পান।

সাংবাদিকরা অভিযোগ করেন, গণনা চলাকালীন তাদের মোবাইল ফোন জব্দ করে প্রায় ৭ ঘণ্টা কমিশনের হেফাজতে রাখা হয়। এমনকি ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রেও অনুমতি নিতে হয় এবং নিরাপত্তাকর্মীদের এসকর্টে যেতে বাধ্য করা হয়। এতে শুধু তারা নয়, তাদের পরিবারও আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনাটির নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সাংবাদিকরা কমিশনের কাছে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ ও ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দাবি করেন।

আজ ১০ সেপ্টেম্বর বুধবার নির্বাচন কমিশনের সদস্য মো. ফখরুল ইসলাম তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু আচরণ সম্পূর্ণ ন্যায়সঙ্গত ছিল না। আমরা শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে সৌজন্য হারিয়েছি। এই ঘটনার মূল কারণ ছিল যোগাযোগ প্রটোকল ভঙ্গ করা।

তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে সাংবাদিকদের প্রতি পূর্ণ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা হবে এবং এ ধরনের ভুল আর হবে না, ইনশাআল্লাহ। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন কমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো লিবিয়া
আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো লিবিয়া
আমিরাতে ৪০ লাখ টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী
আমিরাতে ৪০ লাখ টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো এজেন্সি নির্বাচনে নতুন মানদণ্ড
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো এজেন্সি নির্বাচনে নতুন মানদণ্ড
সিডনির ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে মত বিনিময়
সিডনির ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে মত বিনিময়