
		জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। সম্মেলনে আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তনের ফলে নগরজীবনে দেখা দেওয়া বিভিন্ন সমস্যা, বিশেষ করে প্লাস্টিক দূষণ, এবং এ সমস্যা মোকাবেলায় তরুণদের করণীয়।
শনিবার (২৬ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবাররের সম্মেলনের যার মূল প্রতিপাদ্য ছিল “জলবায়ু পরিবর্তনে নগর জীবনে প্লাস্টিক দূষণ রোধে তরুণদের ভূমিকা”।
সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম রহমান দূর্জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ড. মোঃ সাইফুজ্জামান মহাপরিচালক গ্রেড-০১ যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। উদ্বোধন করেন ডি এ তায়েব সিঃ সহ-সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবসায়ী ফারুক রহমান, স্বাগত বক্তৃব্য রাখেন সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু।
সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কেবল পরিবেশ নয়, অর্থনীতি, স্বাস্থ্য ও সামাজিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে। তাই এই সংকট মোকাবেলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা ও উদ্ভাবনী উদ্যোগ অপরিহার্য।
অনুষ্ঠানে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ক্যাম্পাসে পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, প্লাস্টিক বর্জ্য হ্রাস ও পুনর্ব্যবহার, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের মতামত প্রদানের সুযোগ বৃদ্ধির কথা বলা হয়।
সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং পরিবেশ ও জলবায়ু অ্যাকশন প্ল্যান গ্রহণের মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সবুজ বাংলাদেশ ও ইউথ পর ক্লাইমেট গ্লোবাল আশাবাদী, এই সম্মেলন তরুণদের মধ্যে একটি শক্তিশালী পরিবেশ-সচেতন প্রজন্ম গঠনে অনুপ্রেরণা জোগাবে।
মন্তব্য করুন