মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

তামিমের সুস্থতা কামনায় যুবরাজ সিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০২:০৮ পিএম

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অসুস্থতার খবরে সতীর্থের পাশাপাশি অনেক বিদেশি ক্রিকেটাররাও দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সোমবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে যুবরাজ সিং লিখেছেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছ এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন। এদিকে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো। সাভারের বিকেএসপিতে সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। টসের পরপরই বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। পরে তার হাের্ট রিং বসানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা