
		হকিতে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ দল বালক-বালিকা দুই দল প্রথমবারের মতো অ-১৮ আন্তর্জাতিক পর্যায়ে খেলেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে অর্জন করেছে তৃতীয় স্থান।
রবিবার চীনের দাজহুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আইরিন রিয়া হ্যাটট্রিক করেছেন। যদিও ম্যাচে প্রথম গোল করে লিড নেয় কাজাখস্তান। এরপর আইরিনের হ্যাটট্রিকে বাংলাদেশ ম্যাচে ফেরে। যার সুবাদে ৩-১ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে গোল করেন বাংলাদেশের অধিনায়ক রিমন সারিকা। শেষ কোয়ার্টারে কনা ও নিনিসেন রাখাইন গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। কাজাখস্তান ৫৯ মিনিটে একটি গোল পরিশোধ করে পরাজয়ের ব্যবধান ৬-২ এ নামিয়ে আনে।
মন্তব্য করুন