
		সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিষ্যদের পারফরম্যান্স মোটেই পছন্দ হয়নি বাংলাদেশের কোচ পিটার বাটলার। শ্রীলংকাকে ৯-১ গোলে ভাসিয়ে দেওয়া সাগরিকারা গতকাল ধুঁকেছেন। বসুন্ধরার কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে অবশ্য জয় এসেছে। তবে একই সঙ্গে ইংলিশ কোচ কথা তুলেছেন টুর্নামেন্টের টানা সূচি ইস্যুতে।
রবিবার বাংলাদেশের মেয়েরা দাপট দেখায় প্রথমার্ধে। দুই গোলে এগিয়েও যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের লড়াইয়ে টিকতে পারেননি। নেপাল দুই গোল শোধ করে দেয়। শঙ্কা জাগে পয়েন্ট খোয়ানোর। শেষটায় যদিও হয়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশের গোলের তৃষ্ণা মেটান তৃষ্ণা রানী। ৩-২ ব্যবধানে আসে স্বস্তির জয়।
টুর্নামেন্টে আপাতত শীর্ষে আছে বাংলাদেশ। তবে ম্যাচের স্কোরলাইন পছন্দ হয়নি সাগরিকাদের কোচের, ‘শেষ ৩০ মিনিট আমরা রাবিশ খেলেছি। অনেক বাজে। এটা সেই ধরনের দল নয়, যা আমি গড়ে তুলেছি। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে খেলছি, যেখানে খেলোয়াড়ের উন্নতিই মুখ্য। জিততেই হবে এমন মানসিকতা নিয়ে নয়। আমি সুযোগ দেব বলেছিলাম, কথা রেখেছি। শেষ পর্যন্ত তারা দৃঢ়তা দেখিয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছি।’
মন্তব্য করুন