মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চড়া দামে নিজেদের একাডেমির খেলোয়াড়কে ফিরিয়ে আনলো রিয়াল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম

২২ বছর বয়সী লেফট ব্যাক আলভারো কারেরাসকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মাদ্রিদের জায়ান্টরা। পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে কারেরাসকে দলে ভেড়াতে রিয়াল তার রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন ইউরো (৭০৭ কোটি ৫৫ লাখ টাকা) পরিশোধ করেছে।

এবারের দলবদল উইন্ডোর শুরু থেকেই কারেরাসকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। মার্সেলোর বিদায়ের পর থেকেই রিয়াল তার বিকল্পের অভাবে ধুঁকছে। ফারল্যান্ড মেন্ডি বা ফ্রান গার্সিয়া সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি। ফলে লস ব্লাঙ্কোরা হাত বাড়ায় এক সময় তাদেরই একাডেমিতে খেলা কারেরাসের দিকে। সে হিসেবে রিয়ালে যোগ দেয়াটা এই লেফটব্যাকের জন্য ঘরে ফেরা বলা যায়। ৬ বছরের চুক্তিতে এই লেফটব্যাককে দলে ভিড়িয়েছে রিয়াল। সে হিসেবে ২০৩১ সালের জুন পর্যন্ত মাদ্রিদে থাকবেন তিনি।

গ্যালিসিয়ার ফেরোলে জন্ম নেয়া কারেরাস ২০০৭ সালে স্থানীয় ক্লাব রেসিং দে ফেরোলের একাডেমিতে যোগ দেন। সেখানে অবশ্য তিনি ফরোয়ার্ড হিসেবে খেলতেন। এক মৌসুমে ১০০ গোল করে তাক লাগানো কারেরাস ২০১২ সালে দেপোর্তিভো লা করুনার একাডেমিতে যোগ দেন। সেখানে তার পজিশন বদলে লেফটব্যাক হিসেবে খেলা শুরু করেন।

২০১৭ সালে কারেরাস রিয়ালের একাডেমি লা ফ্যাব্রিকায় যোগ দিয়ে অনূর্ধ্ব-১৩ দলে খেলা শুরু করেন। তিন বছর রিয়ালের বয়সভিত্তিক দলে খেলেন এই লেফটব্যাক।

২০২০ সালে ৪ বছরের চুক্তিতে এই প্রতিভাবান লেফটব্যাককে দলে ভেড়ায় প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে দলে ভেড়াতে আগ্রহী ক্লাবের তালিকায় ছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটিও। ইউনাইটেডের বয়সভিত্তিক দলে খেলে ২০২২ সালে ক্লাবটির অনূর্ধ্ব ২৩ দলের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে মূল দলে খেলার সুযোগ পাননি কখনো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা