মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
২০২৬ বিশ্বকাপ

আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৩:০৮ পিএম

ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে যে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কেনার প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। এজন্য ভক্তদের ফিফার ওয়েবসাইটে গিয়ে আনুষ্ঠানিকভাবে আগ্রহ নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পর। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এই টুর্নামেন্টকে ‘অভূতপূর্ব সাফল্য’ বলে আখ্যায়িত করেছে।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘আমরা কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিশ্ববাসীকে স্বাগত জানাতে অপেক্ষায় আছি, যা ইতিহাসের সবচেয়ে বড় ও মহান ক্রীড়া ইভেন্ট হবে। বিশ্বজুড়ে ভক্তদের টিকিট নিশ্চিত করতে প্রস্তুত হতে বলছি। এগুলো হবে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে কাঙ্ক্ষিত সিট।’

ফিফা টিকিট বিতরণের বিস্তারিত বিবরণ দেয়নি, তবে ১০ সেপ্টেম্বর থেকে প্রাক-নিবন্ধিত ভক্তরা ‘টিকিট কেনার প্রথম সুযোগের জন্য আবেদন করতে পারবেন।’

সংস্থাটি জানায়, ‘২০২৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে শুরু করে ২০২৬ সালের ১৯ জুলাই ফাইনাল ম্যাচ পর্যন্ত টিকিট বিক্রির বিভিন্ন পর্যায় থাকবে। প্রতিটি পর্যায়ে ক্রয় প্রক্রিয়া, পেমেন্ট পদ্ধতি ও টিকিটের ধরন আলাদা হতে পারে। আগামী মাসগুলোতে প্রতিটি ধাপের বিস্তারিত তথ্য জানানো হবে।’

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ২০২৫ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সিতে। এবারের বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে ৪৮টি হওয়ায় মোট ১০৪টি ম্যাচ খেলা হবে, যার মধ্যে কানাডা ও মেক্সিকোতে ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হবে, কোয়ার্টার ফাইনাল থেকে শেষ পর্যন্ত সব ম্যাচই সেখানে অনুষ্ঠিত হবে।

ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা বলা হলেও যুক্তরাষ্ট্রে আমেরিকান ফুটবল, বেসবল ও বাস্কেটবলের পেছনে ছিল। তবে গত দশকে দেশটিতে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে, বিশেষ করে ২০২৩ সালে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগদান এই প্রবণতাকে ত্বরান্বিত করেছে।

উল্লেখ্য, কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা তৃতীয় বারের মতো ট্রফি জিতে নেয়, যা মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা