
		বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফিফার নারী ফুটবল র্যাঙ্কিংয়ে দুর্দান্ত উন্নতি করেছে। আজ প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। লাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৮০.৫১, যা এই হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনের রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে।
ফিফা জানিয়েছে, এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দলও বাংলাদেশ যারা একযোগে ২৪ ধাপ উন্নতি করেছে।
গত জুনে মিয়ানমার সফরের সময় বাংলাদেশ ছিল ১২৮ তম স্থানে। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে এবং ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক জয় লাভ করে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। এই দুটি ঐতিহাসিক জয় বাংলাদেশের র্যাঙ্কিং উন্নতিতে সহায়তা করেছে।
বাংলাদেশের নারীদের এই অর্জন দেশের নারী ফুটবলের ইতিহাসে একটি মাইলফলক। এর আগে ২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুইবার বাংলাদেশের নারী ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে ১০০ তম অবস্থানে উঠে ছিল। বাংলাদেশের বিপক্ষে হেরে বাহরাইনের মেয়েরা ১১১ তম স্থানে নেমে গেছে, ১৯ ধাপ পিছিয়ে। মিয়ানমারও এক ধাপ পিছিয়ে ৫৬ তম অবস্থানে অবস্থান করছে।
মন্তব্য করুন