মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রেসিডেন্ট হ‌তে যা‌চ্ছেন শচীন টেন্ডুলকার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাঠে তিনি ছিলেন কোটি ভক্তের একমাত্র ভরসা। এবার সেই ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে দেখা যেতে পারে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সর্বোচ্চ পদে। বোর্ডের অন্দরে জোর গুঞ্জন উঠেছে—পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শচীনই হতে পারেন প্রথম পছন্দ।

সূত্রের খবর, আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজেই এ ব্যাপারে বিশেষ আগ্রহী। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য শচীনকে রাজি করানোর দায়িত্বও তিনিই নিয়েছেন। মাসখানেক আগে লর্ডসে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির সময় শচীনের সঙ্গে তার আলোচনাও হয়।

চলতি মাসের শেষেই হতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন। লোধা আইন অনুযায়ী, বর্তমান সভাপতি রজার বিনির বয়সসীমা পেরিয়ে যাওয়ায় তার আর সেই পদে থাকার সুযোগ নেই। ঠিক তাই, বিনির উত্তরসূরি হিসেবে বড় মাপের কোনও তারকা ক্রিকেটারকেই কুর্সিতে বসানোর চিন্তাভাবনা চলছে বোর্ডের ভেতরে। সৌরভ গাঙ্গুলির পর আবারও যদি কোনও কিংবদন্তি সেই জায়গা নেন, তবে বোর্ডের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মনে করছে মহল।

তবে শচীনের রাজি হওয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়। কারণ, বোর্ড প্রেসিডেন্ট হতে গেলে তাকে সব ধরনের বিজ্ঞাপনচুক্তি ছাড়তে হবে। আর বর্তমানে বহু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। যদিও জয় শাহর সঙ্গে শচীনের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, তাই শেষ পর্যন্ত ‘ক্রিকেটের ঈশ্বরকে’ বিসিসিআই সভাপতি হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল বলেই ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা