মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নারী বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনে থাকছেনা না পাকিস্তান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম

গোটা টুর্নামেন্টের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হলেও ভারতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান এবং ক্যাপ্টেন্স ডে। সেখানে পাকিস্তান অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

উল্লেখ্য, এর আগে ভারতও পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে যায়নি। ৩০ সেপ্টেম্বর ভারতের বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে গুয়াহাটিতেই উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের বিশ্বকাপ সঙ্গীত ‘ব্রিং ইট হোম’ গাওয়া শ্রেয়া ঘোষাল গান করবেন সেই আয়েজনে। আট দলের অধিনায়ককে নিয়ে ফটোসেশন হবে সেদিনই। কিন্তু পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা থাকছেন না দেশটির গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসির মধ্যস্থতায় সমঝোতা হয়েছিল ভারত এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে। ভারতের কোনও ক্রিকেট দল যেমন পাকিস্তানে যায় না, তেমনই পাকিস্তানের কোনও ক্রিকেট দলও ভারতে আসবে না। এই দু’দেশের কেউ বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো প্রতিযোগিতার আয়োজক হলে অন্য দেশটি তাদের সব ম্যাচ খেলবে নিরপেক্ষ দেশে। সেই মতোই মহিলাদের বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড-এই আট দল নিয়ে হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। ম্যাচের প্রথম দিন মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা