মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিজের বিশ্বরেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন ডুপ্লান্টিস

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
৬.৩০ মিটার (প্রায় ২০ ফুট ৮ ইঞ্চি) উঁচুতে লাফিয়ে রেকর্ড গড়েছেন ডুপ্লান্টিস
৬.৩০ মিটার (প্রায় ২০ ফুট ৮ ইঞ্চি) উঁচুতে লাফিয়ে রেকর্ড গড়েছেন ডুপ্লান্টিস

অর্জনের ঝুলি আরও ভারী করে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজেই নিজের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সুইডিশ কিংবদন্তি আর্মান্ড মন্ডো ডুপ্লান্টিস। সোমবার জাপানের টোকিওতে ৬.৩০ মিটার (প্রায় ২০ ফুট ৮ ইঞ্চি) উঁচুতে লাফিয়ে রেকর্ড গড়ার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

প্রথমে দুবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি তিনি। শেষে তৃতীয় চেষ্টায় বিশ্বরেকর্ড গড়েন ডু্প্লান্টিস। এই জয় তাকে এনে দিয়েছে ৭০ হাজার ডলার ও রেকর্ড গড়ায় ১ লাখ ডলার বোনাস পেয়েছেন তিনি।

এ চ্যাম্পিয়নশিপে রূপা জেতেন গ্রিসের ইমানৌয়েল কারালিস (৬.২৫ মিটার)। ৫.৯৫ মিটার টপকে ব্রোঞ্জ জেতেন কার্টিস মার্শাল।

এ নিয়ে ১৪তম বার বিশ্বরেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস। গত মাসে হাঙ্গেরির বুদাপেস্ট মিটে নিজেই গড়েছিলেন ৬.২৯ মিটার উচ্চতা টপকে যাওয়ার বিশ্ব রেকর্ড।

২০১৭ সালে ৬.১৭ মিটার উঁচুতে লাফিয়ে প্রথমবার রেকর্ড ভাঙেন তিনি। সেবার তিনি পেছনে ফেলেছিলেন ফ্রান্সের অলিম্পিক চ্যাম্পিয়ন রেনো লাভিলেনিকে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

২৫ বছর বয়সী এই ক্রীড়াবিদ টানা দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন। আজ টানা ৪৯তম প্রতিযোগিতায় শিরোপা জিতলেন, যা বড় আসরে তার পঞ্চম মুকুট।

সুইডেনের এই পোল ভল্টার বিশ্ব রেকর্ড গড়ার পর বলেন, ‘যা ভেবেছিলাম, তার চেয়েও ভালো করেছি। এই বিশ্ব রেকর্ড সবাইকে উপহার দেওয়ার অনুভূতিটা দারুণ। দর্শকেরাও গগনবিদারী ছিলেন। সবাইকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা