মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পাকিস্তানকে হারিয়ে ভারতের ইতিহাস

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ১৭২ রানের লক্ষ্যটা ৭ বল হাতে রেখেই জিতেছে ভারত। টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে ভারত। আগের রেকর্ডটা ১৬০, ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে।

রান তাড়ায় উদ্বোধনী জুটিই ৯.৫ ওভারে ১০৫ রান তুলে ফেলে ভারত। অবশ্য ব্যক্তিগত ফিফটির আগেই বিদায় নেন ওপেনার শুভমান গিল। ফাহিম আশরাফের শিকার হওয়ার আগে ২৮ বলে ৮ বাউন্ডারিতে ৪৭ রান করেন তিনি। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব হারিস রউফের বলে শূন্যহাতেই বিদায় নেন।

ভারতের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেছেন আরেক ওপেনার অভিষেক শর্মা। তার ৩৯ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় রাঙ্গানো ইনিংস থামে আবরার আহমেদের বলে হারিস রউফের ক্যাচ দিয়ে। এরপর তিলক ভার্মা (৩০*), সঞ্জু স্যামসন (১৩) ও হার্দিক পান্ডিয়া (৭*) জয়ের বন্দরে নিয়ে যান ভারতকে।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তান। দলের হয়ে ৪৫ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেছেন ২৯ বছর বয়সী ওপেনার শাহিবজাদা ফারহান। এছাড়া আর কোনো ব্যাটার ত্রিশের ঘরের পৌঁছাতে পারেননি।

আরেক ওপেনার ফখর জামান ৯ বলে ১৫ করে বিতর্কিত ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন। এছাড়া সাইম আইয়ুব ১৭ বলে ২১, হুসেইন তালাত ১১ বলে ১০, মোহাম্মদ নাওয়াজ ১৯ বলে ২১, ফাহিম আশরাফ ৮ বলে অপরাজিত ২০ ও অধিনায়ক সালমান আলী আগা ১৩ বলে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন।

টুর্নামেন্টে পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। পরের দিন বুধবার ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান: ২০ ওভারে ১৭১/৫ (সাহিবজাদা ৫৮, সাইম ২১, নেওয়াজ ২১, ফাহিম ২০*; দুবে ২/৩৩)।

ভারত: ১৮.৫ ওভারে ১৭৪/৪ (অভিষেক ৭৪, গিল ৪৭, বর্মা ৩০*; রউফ ২/২৬)।

ফল: ভারত ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: অভিষেক শর্মা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা