
		মালিঙ্গা-মারুফা— নামের যেমন মিল, মাঠে দুজনের খেলায়ও মিল; তোপ দাগানো! বয়সভিত্তিক থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারেরও মারুফার শুরুটা রীতিমতো হইচই ফেলে দেওয়ার মতো। লাসিথ মালিঙ্গা বা মিতালি রাজের মতো কিংবদন্তিদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছেন ব্যাপক।
কিন্তু দারুণ ছন্দে থাকা পেসার মারুফা আক্তার ইনজুরিতে পড়েছেন। নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত সূচনা করেও চোটের কারণে শেষ পর্যন্ত পুরো ১০ ওভার বল করতে পারেননি তিনি।
ইনিংসের শুরুতেই আগুন ঝরানো স্পেলে মাত্র ৫ ওভারে ২৮ রান খরচায় তুলে নেন ২টি মূল্যবান উইকেট। এমি জোনস ও ট্যামি বিয়ামন্টকে ফিরিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন তিনি।
তবে পঞ্চম ওভারের শেষ দিকেই পায়ের পেশিতে টান অনুভব করায় আর বোলিং চালিয়ে যেতে পারেননি এই পেসার। তার অনুপস্থিতিতে দলের পরিকল্পনায় ভাটা পড়ে, মধ্য ওভারে প্রয়োজনীয় ব্রেকথ্রু পায়নি বাংলাদেশ। ম্যাচটি শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড।
মারুফার ইনজুরির খবরে সবার মনে একটাই প্রশ্ন, পরের ম্যাচগুলো খেলতে পারবেন তো টাইগ্রেস পেসার। এ ব্যাপারে নারী দলের চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী ম্যাচে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ফিটনেস রিপোর্টের ভিত্তিতে। তবে নারী দলের ম্যানেজার ফাইয়াজ আশাবাদী পরের ম্যাচে মারুফার খেলার ব্যাপারে।
উল্লেখ্য, শুক্রবার (১০ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলার মেয়েরা।
মন্তব্য করুন