
		জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরেও বাজিমাত করল রংপুর বিভাগ। টি-টোয়েন্টির প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর বিভাগ। দ্বিতীয় আসরে সেই শিরোপা ধরে রাখল আকবর আলীর দল।
রোববার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
টস জিতে খুলনা বিভাগকে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় রংপুর। প্রথমে ব্যাট করে খুলনা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ১৩৬ রান। মামুলি লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ হয় রংপুরের। ওপেনিংয়ে অভিজ্ঞ নাসির হোসেন এবং জাহিদ জাভেদ শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন। পাওয়ারপ্লেতে দুজনে মিলে তোলেন ৫৫ রান। সেখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা। ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
ম্যাচের প্রথম ওভারেই ইমরানুজ্জামানকে শূন্য রানে ফিরিয়ে দেন নাসুম আহমেদ। এরপর থেকে খুলনার ব্যাটিং লাইনে যেন হালকা ভূকম্পন—নিয়ন্ত্রিত বোলিং আর উইকেট পতনে টালমাটাল হয়ে পড়ে দলটি। পাওয়ারপ্লেতে মাত্র ১৯ রান সংগ্রহ করতে পারে তারা।
সৌম্য সরকার ২২ বলে করেন মাত্র ৮ রান। এনামুল হক বিজয় (১৫ বলে ১২), আফিফ হোসেন (১০ বলে ১৪), শেখ পারভেজ জীবন (৯ বলে ৮)—সবাই ফিরেছেন দ্রুতই।
রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করে রংপুর। উদ্বোধনী জুটিতে ৭ ওভারে ৬১ রান জমা করেন দুই ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেন। ৫টি চারে ২৪ বলে ২৭ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জাহিদ। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৬ রানে থামেন নাসির। তার ৩১ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা ছিল।
দলীয় ৮৪ রানে নাসির যখন ফিরেন তখন জয়ের জন্য ৫২ বলে ৫৩ রান দরকার ছিল রংপুরের। তৃতীয় উইকেটে ৩৪ বলে অবিচ্ছিন্ন ৫৪ রান তুলে ১৮ বল হাতে রেখে রংপুরের জয় নিশ্চিত করেন আবু হাসিম ও নাইম ইসলাম। ৫টি চারে হাসিম ৩২ বলে ৪০ এবং ৩ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন নাইম।
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন রংপুরের নাসির।
মন্তব্য করুন