
		ফুটবল বিশ্বে আবারও লিখল নতুন আরেক ইতিহাস। আর্জেন্টিনার মতো লাতিন পরাশক্তিকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো! সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে সোমবার ভোরে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আফ্রিকার এই দল ২-০ গোলের দারুণ জয় তুলে নেয়।
মরক্কোর সোনালী প্রজন্মের নায়ক হয়ে ওঠেন ইয়াসির জাবিরি। ম্যাচের ১২ মিনিটেই তার নিখুঁত শটে এগিয়ে যায় মরক্কো। এরপর ২৯ মিনিটে জাবিরির আরেকটি গোল যেন স্বপ্নের মতো এগিয়ে দেয় “আটলাস কাবস”দের। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা, আর সেখান থেকেই শুরু তাদের ফেরার লড়াই।
দ্বিতীয়ার্ধে মরিয়া আর্জেন্টিনা একের পর এক আক্রমণ গড়লেও মরক্কোর রক্ষণভাগ ছিল অদম্য। বল দখলে ৭৬ শতাংশ এগিয়ে থেকেও গোলের দেখা পেল না দক্ষিণ আমেরিকার দলটি। ২০টি শট নিয়েও মরক্কোর দৃঢ় ডিফেন্স ভেদ করতে ব্যর্থ হয় তারা। ফলে ফেবারিট হয়েও ফাইনালের মঞ্চে চোখের জলে বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে।
এই জয় মরক্কোর ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। ২০০৯ সালে ঘানার পর এই প্রথম কোনো আফ্রিকান দেশ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল। প্রায় দুই দশক পর (শেষ অংশগ্রহণ ২০০৫ সালে) টুর্নামেন্টে ফিরে মরক্কো দেখাল অবিশ্বাস্য প্রমাণ-প্রস্তুতি, শৃঙ্খলা ও দৃঢ়তায় তারাই নতুন চ্যাম্পিয়ন।
অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া অর্জন করে টুর্নামেন্টের ব্রোঞ্জ পদক। ফাইনালের ফলাফলে শুধু ট্রফি নয়, মরক্কো জিতেছে পুরো বিশ্বের হৃদয়ও। তাদের এই ঐতিহাসিক জয় প্রমাণ করল-স্বপ্ন যদি দৃঢ় বিশ্বাসে দেখা যায়, তবে ফুটবলের মঞ্চেও আফ্রিকার আলো উজ্জ্বল হয়ে উঠতে পারে।
মন্তব্য করুন