
		ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই এবার শুরু হবে ছোট ফরম্যাটের লড়াই। সেই টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করো হয়েছে। লিটনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ম্যাচের আগে পাঁজরে চোট পান লিটন দাস। একারণে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি তিনি। চোট থেকে সেরে উঠতে না পারায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না। তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।
তবে সুযোগ হারিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি—৩ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট। তবুও জায়গা পাননি দলে। নির্বাচকদের মতে, ‘টিম কম্বিনেশনের কারণেই সাইফউদ্দিনকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতায় খেলতে যেতে পারেননি। এবার লিটন ফেরায় সেই দল থেকে বাদ পড়লেন সৌম্য।
চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। তারিখগুলো যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে।
এবারের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে থাকছেন:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসনে, জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম আহমেদ সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
মন্তব্য করুন