মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মেসি ভক্তদের জন্য সুখবর!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:১৪ এএম

ফুটবল দুনিয়ায় যখন একে একে নামকরা তারকারা বিদায় নিচ্ছেন, তখন ভক্তদের মনে প্রশ্ন জাগে-লিওনেল মেসিও কি এবার থামবেন? সার্জিও বুসকেটস ও জর্দি আলবার অবসরের পর এমন ধারণা আরও জোরালো হয়েছিল। কিন্তু সব জল্পনা কাটিয়ে আর্জেন্টাইন তারকা জানিয়ে দিলেন, তাঁর গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি।৩৮ বছর বয়সেও ফুটবলের প্রতি মেসির আবেগ আগের মতোই প্রবল। সেটিই প্রমাণ করলেন তিনি, এমএলএস ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি নবায়ন করে।

আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছিল ২০২৫ সালের শেষে, তবে নবায়নের ফলে নিশ্চিত হলো-ফুটবল মাঠে তাঁর সময় এখনো শেষ হয়নি। বরং সামনে তাকিয়ে আছেন আরও সাফল্যের দিকে, লক্ষ্য রাখছেন ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার। এখন পর্যন্ত মাত্র আটজন খেলোয়াড় পাঁচটি করে বিশ্বকাপে খেলেছেন; মেসি সুযোগ পাচ্ছেন ইতিহাস গড়ার-ষষ্ঠ বিশ্বকাপে খেলার, যা হবে ফুটবলে নজিরবিহীন।

ইন্টার মায়ামির বিবৃতিতে বলা হয়েছে, মেসির নতুন চুক্তি “বছর বছর নবায়নযোগ্য। অর্থাৎ, যতদিন তিনি সুস্থ ও খেলতে ইচ্ছুক, ততদিন তাঁকে মাঠে দেখা যাবে। মেয়াদ নির্ধারণের ক্ষমতাও থাকবে পুরোপুরি তাঁর হাতে।এছাড়া মেসি শুধু খেলোয়াড়ই নন, ক্লাবটির শেয়ারহোল্ডারও। ফলে ভবিষ্যতে ক্লাব পরিচালনার দায়িত্বেও তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। মাঠে না থাকলেও মায়ামির সঙ্গে সম্পর্ক অটুট থাকবে সেটিই স্পষ্ট।

যদিও এমএলএস লিগ শিরোপা এখনো জেতা হয়নি, মেসির নতুন লক্ষ্য স্পষ্ট-লিগে সাফল্য, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ জয়, এবং ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে আবারও নেতৃত্ব দেওয়া। চুক্তি নবায়নের পর যেন নতুন উদ্যমে ফিরেছেন এই ফুটবল জাদুকর। বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে তিনি এখনো অনুপ্রেরণার প্রতীক। আর মেসির নিজের ভাষায় `শেষটা এখনো আসেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা